অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং- সফল হবার কিছু কার্যকরী টিপ

                                                  



অনেকদিন ধরেই ভাবছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পোস্ট লিখবো, ঠিক সময় করে উঠতে পারছিলাম না। আমার এই পোস্টটি আশা করি আপনাদের উপকারে আসবে।
প্রফিটেবল নিস বাছাই করা- আপনাকে শুরু করতে হবে একটি প্রফিটেবল নিশ বাছাই করার মাধ্যমে। নিশ বাছাই করার সময় আপনার জানাশুনা, এবং কাজ করতে পারবেন এমন বিষয়কে গুরুত্ব দেওয়া ভালো কাজে লাগে। তবে যখন আপনি কিওয়ার্ড 
রিসার্চ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার কিওয়ার্ডটা বাইং বা কল টু অ্যাকশন কিওয়ার্ড হয়। আর সার্চ ভলিওম টা দেখবেন ইউ এস এ ভিত্তিক। তাহলে ভালো ফলাফল পাবেন। কারন এখানকার মানুষ সব থেকে বেশি কেনাকাটা করে আর তাই আপনাকে এই লোকেশন টার্গেট করতে হবে।
প্রোডাক্ট বাছাই করা- আপনি যখন কোন প্রোডাক্ট বাছাই করবেন তখন একটু দেখে নিবেন যে সেই প্রোডাক্টটি এভারগ্রীন প্রোডাক্ট কিনা। মানে আপনি যে প্রোডাক্ট সিলেক্ট করছেন সেটি অন্তত বছর ২ একেক বাজারে চলবে কিনা। যেমন একটি নিদিষ্ট ব্রান্ডের জুতা বা এমন কিছু। তা না হলে দেখা যাবে যে, যেই প্রডাক্টটা বাছাই করলেন ওটার চাহিদা ইউজারের নিকট কমে যাবে।  তাই চেষ্টা করুন এভারগ্রীন প্রোডাক্ট নিয়ে কাজ করতে।
প্রোডাক্ট রেটিং- অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট গুলা প্রমট করবেন সেগুলার রেটিং যেন ভালোহয়। আমি ব্যক্তিগতভাবে বলবো মিনিমাম ৪.০  থাকে আর ম্যাক্সিমাম তো ৫। আর পজিটিভ ইউজার রিভিউ যেন মিনিমাম ৫+ থাকে।
প্রোডাক্ট রিভিউ- আপনার প্রোডাক্ট রিভিউটা এমন হতে হবে যেন আপনি নিজে সেই প্রোডাক্টের ক্রেতা আর আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে রিভিউ লিখছেন। তাহলে দেখবেন আপনার সেল ভালো হবে আর আপনার সাইটের প্রতি মানুষের আগ্রহ অনেক বাড়বে।
প্রোডাক্ট প্রাইস- প্রোডাক্ট প্রাইস এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি খুব কম দামের প্রোডাক্ট প্রমট করেন তবে সেগুলা সেল হলে আপনি খুব বেশি লাভবান হবেন না আবার আপনি যদি তুলনামুলক বেশি দামের প্রোডাক্ট 
প্রমোট করেন তবে আপনার সেল অনেক কমে যাবে। তাই সব সময় চেষ্টা করবেন যেন প্রোডাক্ট প্রাইস ক্রেতা সাধারণের হাতের নাগালের ভেতরে থাকে। আর আমি  ব্যক্তিগতভাবে  ৬০ ডলার থেকে ২০০ ডলার মূল্যের প্রডাক্ট প্রমট করি।
নতুন আইডিয়া বের করা- আপনি আপনার প্রমট করা প্রোডাক্ট গুলা ভালো করে মনিটর করবেন আর খেয়াল করবেন যে কোন কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে। তখন 
যেগুলা বেশি সেল হবে সেগুলা নিয়ে বেশি বেশি কাজ করবেন বা ওইরকম প্রোডাক্ট আরও বেশি করে প্রমোট করবেন।
আশা করছি আমার দেয়া আইডিয়া আপনাদের কাজে লাগবে। আর আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তবে আমাকে করতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য হেল্প করার ট্রাই করবো। তাহলে আজকের মতো আল্লাহ্‌ হাফেজ আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে।

Post a Comment

2 Comments

Blog27999 said…
If you're trying hard to lose kilograms then you certainly have to start using this brand new custom keto plan.

To design this service, certified nutritionists, fitness trainers, and top chefs united to develop keto meal plans that are useful, painless, cost-efficient, and satisfying.

Since their first launch in early 2019, hundreds of people have already completely transformed their body and well-being with the benefits a professional keto plan can give.

Speaking of benefits; in this link, you'll discover 8 scientifically-certified ones given by the keto plan.
Blog27999 said…
As stated by Stanford Medical, It's in fact the SINGLE reason women in this country get to live 10 years longer and weigh an average of 42 lbs lighter than we do.

(And by the way, it has absolutely NOTHING to do with genetics or some hard exercise and really, EVERYTHING around "HOW" they are eating.)

P.S, What I said is "HOW", not "WHAT"...

CLICK this link to determine if this quick test can help you discover your true weight loss possibility